স্বাস্থ্যবিধি ভেঙে মিছিল তৃণমূলের

0
44

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বার বার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন, পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বার বার ঘোষণা করছেন। সে কথায় কর্ণপাত না করে সামাজিক দূরত্বের কথা না ভেবে মিটিং মিছিল করলো তারই দলের নেতাকর্মীরা। স্বয়ং তৃণমূলের বিধায়ক অখিল গিরি এই মিছিলে পা মেলান।

rally | newsfront.co
দূরত্ব শিকেয় তুলে চলছে মিছিল। নিজস্ব চিত্র

কিন্তু মারণ ভাইরাস করোনার কোপে পড়ে বহু মানুষের প্রাণহানি ঘটতে বিরাম নেই। কিন্তু সে কথা বেমালুম ভুলে গেলেন শাসক দলের নেতারা, সামাজিক বিধিনিষেধ না মেনে উপচে পড়া ভিড়ে চলল রাজনৈতিক কার্যক্রম। পূর্ব মেদিনীপুরের এগরায় কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ নীতির বিরুদ্ধে পথে নামল রাজ্যের শাসকদল।

tmc | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার এগরা শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এগরা পুরসভার ডাকবাংল ময়দান থেকে মিছিল শুরু হয়ে পুরো এগরা শহর পরিক্রমা করে ত্রিকোণ পার্কে এসে শেষ হয়। এরপরে এগরাতে একটি সভার আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুনঃ বিজেপির মিছিল কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শিলিগুড়িতে

উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অখিল গিরি, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম মাইতি, এগরা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌস্তুভ দাস, এগরার প্রাক্তন পুরপ্রধান স্বপন নায়ক, কাউন্সিলর তপন কর ও হরিপদ বেরা, যুব নেতা শেখ আকতার প্রমুখ। এ দিনের সভায় কয়েক হাজার যুব তৃণমূল কর্মী-সমর্থকেরা হাজির ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here