বিজেপির দুর্নীতির বিরুদ্ধে গণ ডেপুটেশন তৃণমূলের

0
86

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বিজেপির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে গণ ডেপুটেশন দিল তৃণমূল।

tmc party | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের বিজেপি পরিচালিত ৬ নম্বর ভীমপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবির ভিত্তিতে গণ ডেপুটেশন দিল তৃণমূল।

আরও পড়ুনঃ করোনা নিয়ে তৃণমূল-বিজেপি বাকযুদ্ধ চরমে

ভীমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একশ দিনের কাজ এবং আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি সহ বিভিন্ন সরকারি সাহায্য করার ক্ষেত্রে স্বজনপোষণ ও দ্বিচারিতার অভিযোগ তুলেছে তৃণমূল।

এর প্রতিবাদে গ্রামের কয়েকশো মানুষকে সঙ্গে নিয়ে ডেপুটেশন দিয়েছেন ভীমপুরে তৃণমূল নেতাকর্মীরা। শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, সনত মাহাতো ও শিশির মাহাত সহ অন্যান্য নেতারা এদিনের এই ডেপুটেশনে অংশগ্ৰহণ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here