প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং

0
111

মোহনা বিশ্বাস,কলকাতাঃ

ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত তৃণমূল প্রাক্তন বিধায়ক সুলতান সিং। শনিবার রাতে কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে প্রাক্তন আইপিএস অফিসার সুলতান সিং-এর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TMC MLA Sultan Singh
সুলতান সিং, সৌজন্যেঃ হিন্দুস্তান টাইমস

মুখ্যমন্ত্রী বলেন, “বিশিষ্ট রাজনীতিবিদ সুলতান সিংয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। রবিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আইপিএস সুলতান সিং ২০১১ সালে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে নির্বাচিত হন। এই অঞ্চলের উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি ওয়েস্ট সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূণ্যতার সৃষ্টি হল। আমি সুলতান সিংয়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

আরও পড়ুনঃ ঘুষ দেওয়ার সামর্থ্য নেই, যোগী রাজ্যে ৭৫ দিন মর্গে পড়ে রইল কোভিড মৃতদেহ

চাকরি থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দেন প্রাক্তন আইপিএস সুলতান সিং। এরপর কংগ্রেসের টিকিটে হাওড়া থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। কিন্তু জয়ী হতে পারেননি। পরে ২০১১ সালে তৃণমূলে যোগ দেন তিনি। একই সালে তৃণমূলের টিকিটে বালি থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হন সুলতান সিং।

আরও পড়ুনঃ সোমবার লকডাউন ভেঙে কলকাতা পুরসভা ঘেরাও, বিক্ষোভের পরিকল্পনা বিজেপির

তবে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আর টিকিট পাননি তিনি। তার পর থেকেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল সুলতান সিংয়ের। তাঁকে হাওড়া উন্নয়ন পর্ষদের সদস্য করলেও দলের কাজে তেমন সক্রিয় ছিলেন না প্রাক্তন বিধায়ক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here