নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
প্রায় সময়েই সোশ্যাল মিডিয়ায় সচল থাকেন মিমি। আর্তদের আর্তনাদ গোচরে এলেই ঝাঁপিয়ে পড়েন। এবারও অন্যথা হয়নি।
সম্প্রতি সামনে এসেছে সাংসদ-অভিনেত্রীর নতুন গানের টিজারের বিজ্ঞাপন- “দিদি একটু সাহায্য করবেন।” সোশ্যাল মিডিয়ায় তা আসার পরই মানুষের নজর বন্দি হয় সেখানে। চলতে থাকে কমেন্ট। বাড়তে থাকে লাইক। এরই মাঝে এক দুস্থ তরুণের আবেদন নজর এড়িয়ে যায়নি সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর। দুস্থ ছেলেটির আবেদন চোখে পড়া মাত্রই তিনি উত্তর দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দেন। সাহায্যের আবেদন নিয়ে আসা ওই তরুণের উদ্দেশে মিমি লেখেন- “নিশ্চয় করব। তোমাকে যোগাযোগ করার নম্বরটা আমাকে মেসেজ করে পাঠাও।”
আরও পড়ুনঃ আইবুড়ো ভাত খেলেন নীলামন
নন্দ জানা নামে সেই বিশেষভাবে সক্ষম তরুণ মিমির কাছে আবেদন জানিয়ে লেখে যে, “দিদি আমার প্রণাম নিবেন। আমি একজন প্রতিবন্ধী। আমাকে সাহায্য করুন। আপনাদের কাছে আমি টাকা চাইছি না। তবে আমার পা গুলো একটু দেখুন।
আগুনে পুড়ে গিয়েছে। আমাকে একটু সাহায্য করুন দয়া করে।” সেই আবেদন চোখে পড়তেই সাংসদ-অভিনেত্রী তাকে সাহায্যের আশ্বাস দেন। এমনকী ট্যুইটেও লেখেন নিজের আশ্বাসবার্তা।
আরও পড়ুনঃ মনোহরা গল্প নিয়ে আসছে ‘মিঠাই’
প্রসঙ্গত, এর আগেও ফেসবুক থেকে এক হারিয়ে যাওয়া দুস্থ বৃদ্ধের পাশে দাঁড়ান সাংসদ-অভিনেত্রী মিমি। বৃদ্ধকে চিকিৎসা করিয়ে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে কর্তব্য শেষ করেন। লকডাউনের সময় কলকাতায় কাজে এসে পথ হারিয়ে ফেলেন ওই বৃদ্ধ।
দশ মাস পরিবারের কাছে ফিরতে পারেননি। ফুটপাত হয়ে ওঠে ঠিকানা। কখনও আধপেটা আবার কখনও উপোস দিয়েই কাটত দিন। পায়ে ঘা হয়ে পচন ধরার উপক্রম হয়। ফেসবুক থেকেই ওই ঘটনা নজরে আসে মিমির। তারপরই বৃদ্ধের পাশে সর্বতোভাবে দাঁড়ান মিমি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584