পঞ্চায়েতের দুর্নীতি কাণ্ড নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি মুখ খোলায় চাঞ্চল্যের সৃষ্টি

0
32

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের হাড়োয়া অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি কটা সেখ, এমজিএনআরজিএ প্রকল্পে পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতি ঘটিয়েছে এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন। এর পাশাপাশি জেলাশাসক ও বিডিওকেও লিখিত অভিযোগ করেছেন তিনি।

tmc panchayat president says panchayat corruption incident | newsfront.co
হাড়োয়া এলাকা। নিজস্ব চিত্র

কটা সেখের অভিযোগ, হাড়োয়া পঞ্চায়েতের তরফ থেকে এমজিএনআরজিএ প্রকল্পের অধীন বৃক্ষরোপণ করার কথা থাকলেও সেখানে একটিও গাছ লাগানো হয়নি। বরং ওই স্কিমের সমস্ত টাকা তুলে নেওয়া হয়েছে। আর এই নিয়ে বারবার পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি।

locality | newsfront.co
স্থানীয়। নিজস্ব চিত্র

এর পাশাপাশি কটা সেখের আরও অভিযোগ, পঞ্চায়েতের কম্পিউটার কেনা, গ্রামে টিউবওয়েল বসানো-সহ রাস্তা নির্মাণের কাজেও প্রচুর টাকার দুর্নীতি করেছে তৃণমূল পরিচালিত হাড়োয়া গ্রাম পঞ্চায়েত। যদিও হাড়োয়া গ্রামপঞ্চায়েতের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ জমিজমা নিয়ে দুই পরিবারের মধ্যে শুরু রাজনৈতিক তরজা

locality | newsfront.co
টুটুল সেখ, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

দুর্নীতির এই অভিযোগের ভিত্তিতে সুতি-১ ব্লকের বিডিও রবীন্দ্রনাথ বারুই জানিয়েছেন, আমরা হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। এই বিষয়ে তদন্ত করে দেখা হবে। এদিকে পঞ্চায়েতের এই দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সুজিত দাস।

moktrarol islam | newsfront.co
মোক্তারুল ইসলাম, নির্বাহী সহায়ক। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তাঁতশিল্পকে ফিরিয়ে আনতে উদ্যোগী প্রশাসন

সুজিত বাবু পঞ্চায়েতের এই দুর্নীতিকে লুটেরারাজের সঙ্গে তুলনা করেছেন। এর পাশাপাশি তিনি পঞ্চায়েতের দুর্নীতির এই অভিযোগকে সঠিক তদন্ত করে দেখার জন্য জোরালো দাবি জানিয়েছেন।

অন্যদিকে সুতি-১ ব্লকের কংগ্রেসের সভাপতি তরিকুল আলম আজাদ দুর্নীতির বিষয়ে লিখিত অভিযোগ দেওয়াকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি জানিয়েছেন, পঞ্চায়েতের প্রত্যেক সদস্য সরকারি টাকা নিয়ে ভাগ বাটোয়ারার খেলা খেলছেন। আর এই নিয়ে দ্বন্দ্ব হওয়ার জন্যই এই ধরণের ঘটনা প্রকাশ্যে এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here