জিবন্তিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করে হত্যা

0
153

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

পঞ্চায়েত সদস্যকে প্রথমে বোমা ছুঁড়ে ও গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে জিবন্তি হল্ট স্টেশনে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ। জানা গেছে, মৃত ব্যক্তির নাম রাজা সেখ ৷

raja sk | newsfront.co
মৃতের পরিচয় পত্র

তিনি কান্দি থানার অন্তর্গত ধলা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত রাজা সেখ মহালন্দি-২ গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন, এলাকায় তৃণমূল নেতা হিসাবেই বেশী পরিচিত ছিলেন।

family | newsfront.co
শোকাহত পরিবার ৷ নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা রাজাকে লক্ষ্য করে প্রথমে বোমা মারে। পরে মৃত্যু নিশ্চিত করতে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়।

আরও পড়ুনঃ ধর্মঘট সফল করতে রেলের ওভারহেড তারে কলাগাছ, মিশ্র প্রভাব দক্ষিণ ২৪ পরগণায়

খবর পেয়ে কান্দির এসডিপিও কুমার সানি রাজ ও আইসি সুভাষ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

দেহ উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here