রাজীবের পর এবার ‘বেসুরো’ জিতেন্দ্রকে মঙ্গলবার তলব করল তৃণমূল

0
73

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

যত দিন এগোচ্ছে, ততই যেন দলের ভেতরে রাজনৈতিক বাঁধন আলগা হচ্ছে তৃণমূলের। ৩৪ বছরের জগদ্দল পাথর বামফ্রন্টকে সরিয়ে যে তৃণমূল বাংলার ক্ষমতায় এসেছিল, সেই দলেই এবার একের পর এক দলের বিরুদ্ধে বেসুরো হচ্ছেন তৃণমূল বিধায়করা। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, শীলভদ্র দত্তের পর জিতেন্দ্র তিওয়ারি! এবার তার ক্ষোভ সামাল দিতে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় তাকে কলকাতায় ডেকে পাঠাল দল।

jitendra trivedi | newsfront.co
জিতেন্দ্র তিওয়ারি

সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে এক চিঠির মাধ্যমে কেন্দ্রে এতদিন রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করছিল, সেই বিষয়টিও উস্কে দেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণেই কেন্দ্রের পাঠানো টাকা উন্নয়নের কাজে ব্যবহার করতে বাধা দেওয়া হচ্ছে।পুরমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, “কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের ২০০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে আসানসোল। রাজনৈতিক কারণে পুরদফতর এই টাকা নিতে দেয়নি। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা নিতে বাধা দেওয়া হয়েছে কেবল রাজনৈতিক কারণে।”একই কারণে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা থেকেও বঞ্চিত হয়েছে আসানসোল বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ ১৭ ডিসেম্বর মোদী-হাসিনার ভার্চুয়াল বৈঠক

চাঞ্চল্যকর এই চিঠিটি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ফের অস্বস্তির বাতাবরণ ছড়িয়ে পড়ে তৃণমূল শিবিরে। যদিও এর প্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, “আসানসোলের উন্নয়নের জন্য ওঁকে অনেক টাকাই দেওয়া হয়েছে। সেসব তো চিঠি লেখেনি। ও নিশ্চয়ই গ্যাস খেয়ে লিখেছে।”

যদিও স্মার্ট সিটি প্রকল্প ইস্যুতে জিতেন্দ্র তিওয়ারি চিঠিতে যা উল্লেখ করেছেন, তা অনেকটাই ভুল বলে দাবি করেন ফিরহাদ। তিনি বলেন, “জিতেন যে টাকার কথা বলছে সেগুলো ভুয়ো। স্মার্ট সিটিতে ১০০ কোটি টাকার ৫০ শতাংশ রাজ্য সরকার দেয়। সব সময় কেন্দ্রীয় সরকার পুরো টাকা দেয় না। স্মার্ট সিটি প্রকল্পতে আমরা উৎসাহ দেখাই না। কেন্দ্রীয় সরকার যদি ৫০০ কোটি দেয় তাহলে আমাদেরও ৫০০ কোটি করে দিতে হবে। আমাদের ওতো বাজেট থাকে না।”

আরও পড়ুনঃ কৃষিক্ষেত্রে উন্নয়নের বিপরীতমুখী পদক্ষেপ কোনো অবস্থাতেই নেওয়া হবেনাঃ রাজনাথ

একইসঙ্গে জিতেন্দ্রর সঙ্গে যে তৃণমূলের সম্পর্ক ঠিকই আছে, তা বোঝাতে জিতেন্দ্রকে ‘ভাই’ বলে সম্বোধন করে বলেন, “ওর সঙ্গে তো অনেক কথা হয়েছে। কোনওদিনও এই বিষয়ে কিছু বলেনি। আজ হঠাৎ কেন এই সব কথা বলছে জানি না। এখনও এই বিষয়ে ওর সঙ্গে কথা হয়নি। আমার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক, আমরা কথা বলব এ ব্যাপারে।”

রাজীব সমস্যা তৃণমূল এখনও পুরোপুরি মেটাতে পেরেছে কিনা তা নিয়ে ধন্দে রাজনৈতিক মহল। এরই মধ্যে আবার মাথাচাড়া দিয়ে উঠল জিতেন্দ্র তিওয়ারির ‘বেসুরো’ চিঠি। আর এবার জিতেন্দ্রর মানভঞ্জন করতে তাকে মঙ্গলবার ডেকে পাঠাল দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here