শুভম বন্দোপাধ্যায় কলকাতাঃ
দল আদৌ থাকে ফেরত পেতে চায় নাকি তার চলে যাওয়াতে প্রভাব পড়বে না তৃণমূলে? শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দলের অন্দরে। শুভেন্দু পদত্যাগপত্র পাঠালেও সেই পদত্যাগপত্র এখনো দলের অভ্যন্তরে গৃহীত হয়নি।
সূত্রের খবর, এদিন দুপুরে নন্দীগ্রামের বিধায়ককে ফোনও করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলেই দলনেত্রীর ডাকে কালীঘাটে জরুরি বৈঠক বসেছেন মমতা ঘনিষ্ট তৃণমূল শীর্ষ নেতারা। জরুরি বৈঠকে উপস্থিত সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা। জানা গিয়েছে জরুরি এই বৈঠকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মন্ত্রিত্ব ছাড়ার আগেই হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী।দুপুরে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেও এখনও তাঁর ইস্তফা মুখ্যমন্ত্রী গ্রহণ করেননি বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ গেরুয়া শিবিরে যোগদান করতে দিল্লির উদ্দেশ্যে নিশীথের সাথে মিহির
এর আগে তৃণমূল সাংসদ সৌগত রায় তার সঙ্গে আলোচনায় বসলেও সেভাবে কোন রফা সূত্র বেরোয়নি। তাই শুভেন্দুকে দলে ফেরানোর প্রচেষ্টা এবং তা একান্তই সম্ভব না হলে তার দফতর বন্টন করে দেওয়া দুটো পথই খোলা রাখতে চাইছে তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুনঃ বিধায়ক পদে থেকে দলের মধ্যে নিজের দাবিতে এখনও অনড় শুভেন্দু
দলীয় সূত্রে খবর, শুভেন্দু অধিকারী এভাবে দল ছেড়ে বেরিয়ে গেলে খারাপ প্রভাব পড়তে পারে জনমানুষের এমনকি জঙ্গলমহলের ভোটব্যাঙ্কেও। তাই তাকে দলে ফেরানোর চেষ্টা চালানো হবে। একইসঙ্গে একান্তই তাকে বোঝানো সম্ভব না হলে শুভেন্দুর ছেড়ে দেওয়া পরিবহণ ও সেচ-জলসম্পদ দফতরের দায়িত্বভার কাকে দেওয়া হতে পারে তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, বন দফতরের সঙ্গে ফের সেচ ও জলসম্পদের ভার রাজীব বন্দ্যোপাধ্যের হাতে তুলে দেওয়া হতে পারে। পরিবহণ দফতের দায়িত্বের জন্য ফিরহাদ হাকিম এগিয়ে থাকলেও ইতিমধ্যেই কলকাতা পুরসভার প্রশাসক ও রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তিনি। ফলে তাঁর কাজের চাপ অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে অরূপ বিশ্বাসের কাছে পরিবহণের ভার দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। তবে সমস্ত টাই আলোচনার পর ঠিক হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584