করোনার জেরে আলিপুরদুয়ারে বন্ধ তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি

0
163

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

করোনার জেরে এবার আলিপুরদুয়ার জেলাতে রাজনৈতিক কর্মসূচি বন্ধ করল তৃণমূল কংগ্রেস। এর আগেই জেলাতে নিজেদের প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে দিয়েছিল বিজেপি। সম্প্রতি আলিপুরদুয়ার শহরের এক পরিচিত জেলা স্তরের তৃণমূল নেতা করোনা আক্রান্ত হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসও।

flag | newsfront.co
প্রতীকী চিত্র

আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়েও মানুষের আনাগোনা প্রায় বন্ধ। আলিপুরদুয়ার শহরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় স্যানিটাইজ করা হয়েছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই খুশি।আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা বলেন, ” আমাদের দল সব সময় মানুষের পাশে থাকে।

আরও পড়ুনঃ প্রশাসনের অনুমতি ছাড়াই শ্রাদ্ধানুষ্ঠান, করোনায় আক্রান্ত ১৫জন

বর্তমান পরিস্থিতি বুঝেই জেলাতে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয়েছে।” এদিকে বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী বলেন, ” করোনা পরিস্থিতির জন্য আমরা জেলাতে রাজনৈতিক কর্মসূচি আপাতত স্থগিত রেখেছি। তবে আমরা মানুষের পাশে রয়েছি। যখন যেখানে মানুষদের সমস্যা হবে, কেউ অসুবিধায় পড়লে নেতা কর্মীরা সেই মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন” ৷

উল্লেখ্য, আলিপুরদুয়ার পুরসভার দামামা বেজে ওঠার পরেই করোনা পরিস্থিতি তৈরি হয়। সামনেই সেই নির্বাচন হওয়ার কথা। জেলার ফালাকাটা বিধানসভারও উপনির্বাচন হওয়ার কথা। আর নির্বাচনের কথা মাথায় রেখেই রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে সাম্প্রতিক অবস্থা বিবেচনা করেই আপাতত কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here