করোনা আবহে জেলার শিক্ষা দফতরে মাস্ক, স্যানিটাইজার বিতরণ শিক্ষক সংগঠনের

0
57

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

দীর্ঘ লকডাউনের জেরে দেশের সমস্ত স্কুল গত মার্চ মাস থেকে বন্ধ। আগামী আগস্ট মাস পর্যন্ত স্কুল বন্ধই থাকতে পারে। সম্ভবত ১৫ আগস্টের পর খুলতে পারে স্কুল।

teachers | newsfront.co
নিজস্ব চিত্র

স্কুল না খুললেও ৮ জুন থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে পশ্চিমবঙ্গে খুলে গিয়েছে সরকারি-বেসরকারি সব অফিস। নিরাপত্তাবিধি মেনে স্কুল শিক্ষা দফতরের অফিসগুলিতেও শুরু হয়েছে কাজকর্ম। করোনার প্রকোপ থেকে বাঁচতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা এবং মাস্ক পড়া আবশ্যক হয়েছে।

তাই উত্তর দিনাজপুর জেলার বিদ্যালয় পরিদর্শকের অফিসগুলিতে কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে উদ্যোগ নিল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।

আরও পড়ুনঃ রায়গঞ্জে জোরকদমে চলছে জীবাণুমুক্ত করার কাজ

পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার ইসলামপুর দক্ষিণ চক্রের এস আই অফিসে স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস তুলে দেওয়া হল। এই ভাবে গোটা জেলার সব সার্কেলেই এই কর্মসূচি চলছে।

সংগঠনের ইসলামপুর দক্ষিণ চক্র সভাপতি মুকুন্দ ব্যাপারী জানান, ‘এই সংকটের মুহূর্তে আমরা ত্রাণ, রক্তদান সহ মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস বিতরণ করছি।’

সমিতির উদ্যোগে বুধবার ১০ জুন থেকে উত্তর দিনাজপুর জেলার বিদ্যালয় পরিদর্শকের অফিসে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অফিসকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া শুরু হয়েছে ৷ রায়গঞ্জ সদর চক্রের বিদ্যালয় পরিদর্শকের অফিসেও দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here