অমৃতা চন্দ, কোচবিহারঃ
অভিনব কায়দায় লুঙ্গি পড়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। দিনহাটা বিশ্ববিদ্যালয় থেকে এই মিছিল বেরিয়ে সারা শহর পরিক্রমা করে পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয়। সিএএ ও নাগরিক সংশোধনী বিলকে নিয়ে সারা দেশজুড়ে চলছে উত্তাল। বর্তমানে ঘটে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক মন্তব্যকে ঘিরে। তারই প্রতিবাদে আজকের এই মিছিল বলে জানান বিধায়ক উদয়ন গুহ। মিছিলে বহু মানুষকে লুঙ্গি পড়ে পা মেলাতে দেখা যায়। উদয়ন গুহ পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অসীম নন্দী, পার্থ নাথ দে সরকার, বিশ্বনাথ দে আমিন, তৃণমূল যুব শহর ব্লক সভাপতি অজয় রায়, তৃণমূল শ্রমিক নেতা বিশু ধর ছাড়াও অন্যান্য নেতৃত্ব বর্গ।
আরও পড়ুনঃদুঃস্থ শিশুদের সাথে নিয়ে বড়দিন ‘সুসম্পর্ক’-র
বিধায়ক উদয়ন গুহ এই প্রতিবাদ মিছিল সম্পর্কে বলেন,”প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন পোশাক দেখে মানুষ কে চিহ্নিত করা যায়। তাই আজ সবাই আমরা লুঙ্গি পড়ে রাস্তায় নেমেছি এবং তারা চিহ্নিত করুক আমরা কোন ধর্মের মানুষ। মূলত আমরা এটাই বোঝাতে চেয়েছি পোশাক দেখে কখনো চিহ্নিত করা যায় না মানুষের ধর্ম”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584