পিয়ালী দাস,বীরভূমঃ
বি.জে.পি-র রথযাত্রা কর্মসূচি যত এগিয়ে আসছে ততই চড়ছে বীরভূমের রাজনৈতিক পারদ। বীরভূম জুড়ে শুরু হয়েছে খোল করতাল নিয়ে মিছিল,নানুরের খুঁজুটিপাড়া এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকরা মিছিল করে। “মোদিজি-র শ্মশান যাত্রায় দলে দলে যোগ দিন” এই ব্যানার লিখে মিছিল করার পর প্রধানমন্ত্রীর শব প্রতিকৃতি দাহ করা হয়।পাশাপাশি,বি.জে.পি-র রথযাত্রার পালটা পবিত্র যাত্রা কর্মসূচিতে যোগ দেওয়ার আবেদনও জানানো হয় সাধারণ মানুষকে।ডিসেম্বরে তারাপীঠ থেকে রথযাত্রার সূচনা করবেন বি.জে.পি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।আর তার কারণেই জেলার রাজনীতির পারদ ক্রমেই চড়ছে।তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আগেই বলেছেন, “রথের সামনে উন্নয়ন দাঁড়িয়ে থাকবে।” পরে ফের অনুব্রতবাবু জানিয়ে দিয়েছিলেন, রথের দিন তৃণমূল কর্মীরা খোল-করতাল নিয়ে মিছিল করবে।পালটা সুর চড়িয়ে রথের চাকায় উন্নয়ন পিষে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বি.জে.পি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
নানুরে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক রথযাত্রা বিরোধী মিছিল বের করে।হাতে খোল করতাল নিয়ে মিছিল করতে দেখা যায় তাদের।মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শব প্রতিকৃতি নিয়ে যাওয়া হয়। পরে সেই প্রতিকৃতি দাহ করা হয়। মিছিলে কর্মীদের হাতে ব্যানারে লেখা ছিল, “মোদিজি-র শ্মশান যাত্রায় দলে দলে শামিল হন।” এই বিষয়ে নানুরের তৃণমূল নেতা করিম খান বলেন, “সাম্প্রদায়িক বি.জে.পি-র বিরুদ্ধে আমরা পথে নেমেছি।”সব নিয়ে বেশ গরম পরিস্থিতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584