সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
এনআরসি, সিএএ, এনপিআর বিরোধীতায় তৃণমূল কংগ্রেসের মিছিল ছিলো আজ বিষ্ণুপুর থেকে শিরাকোল পর্যন্ত, ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে। জেলা জুড়ে বিভিন্ন সময়ে এই বিরোধীতা মিছিল হলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ অভিষেক ব্যানার্জীর নির্দেশে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রতিটি বিধানসভা থেকে কর্মী সমর্থকদের নিয়ে এই মিছিল করার কথা বলেন উর্ধতন কর্তৃপক্ষ আর সেই নির্দেশকে মান্যতা দিয়ে যুব তৃণমূল ও মূল তৃণমূল মিলিতভাবে মিছিল করে ৭ কিলোমিটার রাস্তা জুড়ে। তবে এই মিছিলে অংশগ্রহণ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা সেখ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌকত মোল্লা, বিষ্ণুপুর বিধানসভার কেন্দ্রের বিধায়ক দিলীপ মণ্ডল এছাড়াও আরো অন্যান্যবর্গ।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা সেখ বলেন যে ভারত বর্ষের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করছে বর্তমান কেন্দ্রে সরকার প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট মন্ত্রী দুই জন মিলে। সাধারণ মানুষ জন প্রধান মন্ত্রীর কাছে তাদের চাওয়া পাওয়া এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে দরবার হতে পারবেনা কিন্তু আমাদের পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার সমস্ত মানুষ জনকে একত্রিত করে রাস্তা রাজপথে নেমে এই সমস্ত আইনের বিরোধীতা করছে।
এছাড়াও এই কালা আইন, কালা কানন ভারত বর্ষের সংবিধানকে শেষ করে দিতে চাইচ্ছে সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে আর আমরা পথে নেমেছি। আর বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ মণ্ডল বলেন যে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আমাদের সমস্ত মানুষ জনকে একত্রিত হতে হবে ও প্রতিবাদে সামিল হতে হবে। এছাড়াও এলাইসিকে বেসরকারি ঘোষনা করছে। দেশের সংবিধানকে নিয়ে ছিনিমিনি খেলা করছে বর্তমান কেন্দ্রীয় সরকার ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584