শ্যামল রায়,নদীয়াঃ
নদীয়া জেলায় দুটি লোকসভা কেন্দ্র।একটি রানাঘাট অপরটি কৃষ্ণনগর।দুটি লোকসভা কেন্দ্রে দখল ছিল তৃণমূলের।এবারের নির্বাচনে কোন প্রার্থী জিতবে পরিষ্কার নয় ভোটারদের কাছে।তাই শাসক দলের প্রার্থীরা আসন দুটি বজায় রাখতে সমস্ত রকম চেষ্টা করবে, তারা প্রচার অভিযান শুরু করে দিয়েছে ইতিমধ্যে। বাড়ি বাড়ি ঘুরছেন কৃষ্ণনগর লোকসভা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।এদিকে সিপিএমের প্রার্থী সান্তনু ঝাঁ ও বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু করে দিয়েছেন।নদীয়া জেলায় তিন দফায় ভোট।
মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত করিমপুর বিধানসভা ভোট হবে ২৩ এপ্রিল।কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট হবে ২৯এপ্রিল। বনগাঁ লোকসভার অন্তর্গত কল্যাণী ও হরিণঘাটা বিধানসভায় ভোট হবে ৬ মে।ভোট উপলক্ষ্যে এখন জেলায় কেন্দ্র বাহিনী এসে পৌঁছে গিয়েছে তাই জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্র বাহিনী টহল দিচ্ছে বিভিন্ন এলাকায়।শুক্রবার নদীয়া জেলা শাসক সুমিত গুপ্তা জানিয়েছেন যে প্রথম দফায় শুধুমাত্র করিমপুর বিধানসভা কেন্দ্রে ভোট হবে দ্বিতীয় দফায় ১৪ টি বিধানসভা কেন্দ্রে এবং তৃতীয় দফায় দুটি বিধানসভা কেন্দ্রে ভোট হবে।
আরও পড়ুনঃ প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখন অব্যাহত
জেলা প্রশাসন সূত্রে আরো জানা গিয়েছে যে কৃষ্ণনগর রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোটের জন্য নোটিফিকেশন হবে ২ এপ্রিল।মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল প্রত্যাহার করার শেষ দিন ১২ ই এপ্রিল।নদীয়া জেলায় মোট ভোট গ্রহণ কেন্দ্র ৪ হাজার ৫৮৯ টি।
জেলায় মোট ভোটার সংখ্যা ৪০ লাখ ৯১ হাজার ১৪৫ জন।পুরুষ ভোটারের সংখ্যা ২১ লক্ষ ১১ হাজার ৮৫৫ জন,মহিলা ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৭৯ হাজার ১৮৬ জন,তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২০৪ জন এখানে ১০০% ভোটার এপিক কার্ড পেয়ে গিয়েছেন বলে খবর।এই নদীয়া জেলাতে মোট বিধানসভা কেন্দ্র রয়েছে ১৭ টি।
কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত তেহট্ট, পলাশীপাড়া,কালিগঞ্জ ,নাকাশিপাড়া,চাপড়া কৃষ্ণনগর উত্তর ও কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র রয়েছে।অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে নবদ্বীপ, শান্তিপুর,রানাঘাট উত্তর, রানাঘাট পশ্চিম, রানাঘাট উত্তরপূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কৃষ্ণগঞ্জ,বিধানসভা।
এছাড়াও রয়েছে কল্যাণী ও হরিণঘাটা বিধানসভা কেন্দ্র,এই দুটি বনগাঁ লোকসভার অন্তর্গত।দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল সিপিএম এবং বিজেপির প্রার্থীর নাম ঘোষনা হতেই জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে ।
বিজেপি প্রার্থী সমর্থনের জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে কর্মী-সমর্থক নেতারা।
তাই লোকসভা নির্বাচনে কেউ কাউকেএ এম ইঞ্চি জমি ছাড়তে নারাজ।এমত অবস্থায় সব দলই তৎপর নির্বাচনী প্রচারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584