ত্রিপুরায় অভিষেকের গাড়িতে আক্রমণের প্রতিবাদে ধিক্কার মিছিল ইসলামপুরে

0
58

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

অভিষেকের ত্রিপুরা সফর ঘিরে উত্তেজনা। পরিকল্পনা ছিল প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তিনি দলের কাজ শুরু করবেন। সেই উদ্দেশ্যে রওনা হয়ে উদয়পুরে মাতাবাড়ি এলাকায় পৌঁছনো মাত্রই গাড়ি দেখে ‘গো -ব্যাক’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা এমনকি গাড়িতেও আঘাত করা হয়। সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে সেই আক্রমণের প্রতিবাদে ধিক্কার মিছিল রানীনগর বিধানসভার ইসলামপুর বাজার এলাকায়। বিজেপির বিরুদ্ধে আজকের এই বিশাল মিছিলে নেতৃত্ব দেন রাণীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন।

TMC Rally
প্রতিবাদ মিছিল। নিজস্ব চিত্র

এদিন বিধায়ক সৌমিক হোসেন বলেন যে, এই ভাবে তৃণমূলকে আটকানো যাবেনা, আর বিজেপি যে এরকম নোংরা রাজনীতি করবে সেটা ভাবা যায় না। তবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ আমরা রাজনীতি করি, যা সাধারণ মানুষের উন্নয়নের জন্য। আমাদের নীরবতার মানে এই নয় যে আমরা দুর্বল।

আরও পড়ুনঃ সংগ্রামপুর বিষমদ কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খোঁড়া বাদশার

Saumik Hossain
সৌমিক হোসেন, তৃনমূল বিধায়ক। নিজস্ব চিত্র

এই ঘটনার জবাব আমাদের কাছে আছে, এরপর এরম নোংরা ঘটনা ঘটলে তার জবাব আমরা দেব, এভাবে বিজেপিকে আক্রমণ করেন রাণীনগর বিধান সভার বিধায়ক সৌমিক হোসেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here