নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে পথে নামল মহিলা তৃণমূল কর্মীরা। জেলা তৃণমূল নেত্রী শাহনাজ বেগমের উদ্যোগে এদিন আন্দোলনে নামল তৃণমূল কর্মীরা।মহিলা তৃণমূল কর্মীদের অভিযোগ, ‘কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করেই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে।’
এদিন বহরমপুর টেক্সটাইল মোড়ে গ্রাম বাংলার নারী মতো পোশাক পড়ে রাস্তায় কাট, পাটকাঠি দিয়ে রান্না করে অভিনব পন্থায় বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা।
আরও পড়ুনঃ ভাঙনের কবলে হোসেনপুরচর, ভিটেমাটি ছাড়া গ্রামবাসীরা
মহিলা তৃণমূল নেত্রী শাহনাজ বেগমের কথায়, ‘যেভাবে বিজেপি সরকার গ্যাসের দাম বৃদ্ধি করে চলেছে, তাতে মানুষকে পুনরায় এই কাট এবং পাটকাঠি ওপর ভরসা করে প্রতিদিনের রান্না করতে হবে। সেই কারণেই এভাবে আমরা প্রতিবাদের পথ বেছে নিলাম।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584