নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সম্প্রতি কয়েকদিন লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে তেলকোম্পানীগুলি। যার জেরে পেট্রোপণ্য এখন আকাশছোঁয়া। আর এরই প্রতিবাদে সরব হয়েছে রাজনৈতিকদলগুলি। প্রায় রোজই রাস্তায় মিছিল করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সব রাজনৈতিক দলগুলি।
আর এই বিরোধিতায় তৃণমুল কংগ্রেসের অভিযান এক অন্য মাত্রা দিচ্ছে।আজ যুব তৃণমুল নেতা রমা গিরির উদ্যোগে একটি গণ অবস্থানের আয়োজন করা হয়েছিল। মেদিনীপুর শহরের গান্ধী মুর্ত্তির পাদদেশে আয়োজন ছিল এই অবস্থান বিক্ষোভের।
উপস্থিত ছিলেন রমা গিরি, সূর্য অট্ট, বিবেকানন্দ মুখার্জী সহ অন্যান্য তৃণমুল নেতৃত্বরা। শতাধিক দলীয় কর্মীরা যোগ দেন এই কর্মসূচীতে। আর নেই দরকার বিজেপি সরকার এই শ্লোগানকে সামনে রেখে চলে এই গণ অবস্থান। আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পথ প্রদর্শক হবেন বলেও জানানো হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584