লকডাউনে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণের তালিকায় নয়া সংযোজন সরকারের

0
50

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

লকডাউনে রাজ্যের বহু দারিদ্র্য পীড়িত মানুষদের পাশে এত দিন নানা ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে ছিল রাজ্য সরকার। কখনও চাল, ডাল, সাবান, তেল বিলি তো কখনও রান্না করা খাবার বিতরণ। আবার কোথাও মুড়ি, চিঁড়ের মত সামগ্রী দিয়ে দুঃস্থদের পাশে দাঁড়ানো।

relief fund | newsfront.co
দুঃস্থদের খাদ্য সামগ্রী বিলি। নিজস্ব চিত্র

তবে এবার একটু অন্য রকম ভাবে দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে চায় সরকার। তাই এবার জেলার দুঃস্থ পরিবারকে মাছ, ডিম ও ডাব বিতরণ করল রাজ্য তৃণমূল নেতৃত্ব।

Fish | newsfront.co
ত্রাণে এবার মাছ বিলি। নিজস্ব চিত্র

শনিবার পশ্চিম মেদিনীপুরের পবেলদার খালিনাতে দারিদ্র্য পীড়িত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন তারা চাল,ডাল, সবজি ও তার সাথে মাছ, ডিম এবং বয়স্কদের জন্য একটি করে ডাব দিয়ে সাহায্য করে এলাকার দুঃস্থ মানুষদের।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান রঘুনাথজিউ মন্দিরের

Egg distribute | newsfront.co
সামগ্রীর তালিকায় এবার ডিম। নিজস্ব চিত্র

জানা যায় এদিন প্রায় ১০০ জনকে মাছ দেওয়া হয়। পাশাপাশি ৩০০ জনকে ডিম দেওয়া হয়। লকডাউনের ফলে খুব সংকটজনক অবস্থায় দিন কাটছে দিন আনা দিন খাওয়া দিন মজুরদের।

তাই তাদের কথা ভেবে প্রথমবারে কিছু সবজি ও চাল ডাল ইত্যাদি খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছিলেন খালিনার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তবে এবার সবজির সাথে সাথে কিছু মাছ বিলি করেন তারা। যদিও এলাকার মানুষ তাদের এই উদ্যোগে খুব খুশি হয়েছেন বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here