শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
বিধানসভা নির্বাচনের এখনও অনেক দেরি আছে পুরসভার নির্বাচনের দিনক্ষনও ঠিক হয়নি কিন্তু দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কংগ্রেস তার ঘর গোছানো শুরু করে দিল। সেই লক্ষ্যেই সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর তৃণমূল কংগ্রেসে কমিটির সভা অনুষ্ঠিত হয়ে গেল গঙ্গারামপুরের রবীন্দ্রভবনের সভাগৃহে।
জানা গেছে, জেলা তৃণমূল কংগ্রেস কমিটি গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক হিসেবে অশোক বর্ধনকে মনোনীত করেছেন।
এদিন টাউন তৃণমূল কংগ্রেস শহরের আঠেরোটি ওয়ার্ডের তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে সভাটি অনুষ্ঠিত করে। এই সভায় শহরের তৃণমূলের আঠেরোটি ওয়ার্ডে কমিটি গঠনের বিষয় আলোচনা ও শহরের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য দলের অভ্যন্তরে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।
লোকসভা নির্বাচনের সময় বিজেপিতে যোগদানকারী অশোক বর্ধন সম্প্রতি পুরসভার টালমাটাল পরিস্থিতি বিজেপির হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরে পুরসভার অনাস্থা ভোটে তৃণমূলকে সংখ্যা গরিষ্ঠ করতে সাহায্য করেছেন।
আরও পড়ুনঃ গান্ধীর আত্মজীবনী বিলির উদ্যোগ তৃণমূলের
তাই তৃণমূল দলে ফিরে আসায় দল অশোক বাবুকে গঙ্গারামপুর টাউনের দায়িত্ব দিয়েছেন। দলের হয়ে নিজের ঘর গোছাতে শুরু করে দিয়েছেন অশোক বাবু। সামনেই গঙ্গারামপুর পুরভোট ও বিধানসভা ভোটকে সামনে রেখে দলের হয়ে আঠেরোটি ওয়ার্ডে কাজ শুরু করে দিলেন অশোকবাবু।
গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক করেছেন অশোক বর্ধন বলেন আমাকে দল দায়িত্ব দিয়েছেন আমি নিষ্ঠার সঙ্গে দলকে গঙ্গারামপুর শহরে প্রতিষ্ঠিত করবো।
আজ গঙ্গারামপুর শহরের তৃণমূল কর্মীদের নিয়ে আলোচনায় বসেছিলাম। এরপর আঠেরোটি ওয়ার্ডে কমিটি গঠন করা হবে। সামনে পুরসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূল দলকে জয়ী করতে সংগঠনের কাজ শুরু হয়ে গেলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584