নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জংশনে পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভ করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার দুপুরে আলিপুরদুয়ার জংশন ডিআরএম অফিস সংলগ্ন একটি পেট্রোল পাম্পে বিক্ষোভ কর্মসূচি করল জেলা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা।

মূলত রান্নার গ্যাস এবং পেট্রো পন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। একেবারে পেট্রোল পাম্পের ভেতরে বসে প্রতিবাদ বিক্ষোভ করে তৃণমূল কর্মীসমর্থকেরা।
আরও পড়ুনঃ বিজেপির হেস্টিংস অফিসে বিক্ষোভ দলীয় কর্মীদের
এদিনের কর্মসূচিতে এলাকার প্রায় ৫০ জন তৃণমূল কর্মীসমর্থক অংশগ্রহণ করে জানান, রাজ্য সহ সমগ্র ভারতবর্ষে গ্যাস ও পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হচ্ছে। জেলার বিভিন্ন গ্যাস অফিস এবং পেট্রোল পাম্পে এভাবেই বিক্ষোভ চালিয়ে যাবে জেলা তৃণমূলের কর্মী সমর্থকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584