নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দুঃস্থ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এবার বিশ্ববিদ্যালয়ে ফি কমানোর দাবিতে আন্দোলনে নামল তৃনমুল ছাত্র পরিষদ।
লকডাউন কাটিয়ে দেশ স্বাভাবিক হওয়ায় চেষ্টা চলালেও এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ফি কমানোর দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালির কাছে বৃহস্পতিবার স্মারকলিপি জমা দিলো তৃণমূল ছাত্র পরিষদ।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা নিয়ে বিক্ষোভে সিপিএম
তৃণমূল ছাত্রপরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফি বাড়ানোর সিদ্ধান্ত বদল করতে হবে। লকডাউনে অসহায় পরিবারগুলির ছেলেমেয়েদের জন্য ফি কমানো, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা সহ চার দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন তারা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অনুপ কর, প্রসেনজিত সাহা সহ অন্যান্যরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, ‘এই ব্যাপারটি খতিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584