নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
গোষ্ঠীদ্বন্দ্ব চাপতে বসিরহাট পুরসভার চেয়ারম্যানের পাশে দাঁড়াল রাজ্য তৃণমূল নেতৃত্ব। এদিন বুধবার ১২ জন কাউন্সিলর তাদের অনাস্থা দেওয়া লিখিত কাগজ প্রত্যাহার করেন।
দলের অনুমোদন ছাড়াই নিজেরা দলের বিরুদ্ধে গিয়ে অনাস্থা আনেন পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে।তাতে রাজ্য নেতৃত্বের অনুমোদন ছিল না।এই নিয়ে বসিরহাট পুরসভায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।
আরও পড়ুনঃ দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালো পান্থপাদপ সোসাইটি
বসিরহাট পুরসভার অশান্তি মিটল,বিক্ষুব্ধরা অনাস্থা ফেরাল তৃণমূল শীর্ষ নেতৃত্বের অনুরোধে
হঠাৎই চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ জন তৃণমূল কাউন্সিলর অনাস্থা আনেন।
তাঁদের অভিযোগ ছিল, এলাকায় কাজ হচ্ছে না।চেয়ারম্যান সহযোগিতা করছেন না।সেকারণেই উন্নয়ন ব্যাহত হচ্ছে।কিন্তু দলের কোনও অনুমতি ছাড়াই তারাই সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ হয় শীর্ষ নেতৃত্ব।
শীর্ষ নেতৃত্ব ওই কাউন্সিলরদের অনাস্থার পক্ষে সম্মতি দেয়নি।সূত্রের খবর,মঙ্গলবার সন্ধ্যেয় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরের বসিরহাট পুরসভার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান সহ ১৬ জন কাউন্সিলর হাজির হন। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584