বিজেপিতে যোগ দিতেই শুভেন্দুর ছবি পুড়িয়ে বিক্ষোভ সোনামুখীতে

0
59

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ায় সোনামুখীতে শুভেন্দুর ছবি পুড়িয়ে বিক্ষোভে শামিল হলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

Suvendu's kushputul | newsfront.co
ছবি পুড়িয়ে বিক্ষোভ। নিজস্ব চিত্র

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপির ছত্রছায়ায় রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে এক ঝাঁক তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে নিয়ে তিনি বিজেপিতে যোগ দেন।

Suvendu's Kushputul burning | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শুধু ভাইপো নয়, সমগ্র তৃণমূল দলকে হঠাতে বলছিঃ অধীর চৌধুরী

আর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারীর ছবি পুড়িয়ে বিক্ষোভে শামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সে মতোই আজ সোনামুখীর শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দিয়ে একটি মিছিল করেন সোনামুখী ব্লক এবং সোনামুখী শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মিছিল শেষে সোনামুখী চৌমাথায় শুভেন্দু অধিকারীর ছবি পুড়িয়ে বিক্ষোভে শামিল হলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দেন তারা।

আরও পড়ুনঃ শুভেন্দুর গড়ে শক্তি বৃদ্ধি জোড়াফুলের, তৃণমূলে যোগ সিপিএম নেতার

আজকের কর্মসূচিতে উপস্থিত ছিল সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়, সোনামুখী পৌর শহরের বর্তমান প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায়, সোনামুখী ব্লক সম্পাদক সোমনাথ মুখার্জী সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন,”শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতার কাজ করেছেন দলে থেকে দলের সুযোগ-সুবিধা গ্রহণ করে তিনি অন্য শিবিরে নাম লিখিয়েছেন তাই আমরা তাকে ধিক্কার জানাই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here