নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শুক্রবার ফালাকাটা থানার পুলিশের বিরুদ্ধে এবার বিক্ষোভে ফেটে পড়ল শাসক দল তৃণমূল।দলের ২৭ জন কর্মীকে মিথ্যা মামলায় পুলিশ ফাঁসিয়েছে বলে অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূলের কয়েক’শ কর্মী-সমর্থক।আর তা নিয়ে রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে।
তৃণমূল নেতাদের অভিযোগ, “গত ২৮ জুন বিজেপি-র এক নেতা থানায় অভিযোগ করেছিলেন,দু’মাস আগে ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের মালসাগাঁ গ্রামে তাদের পার্টি অফিস ভেঙে দেয় তৃণমূলের নেতা ও কর্মীরা।এপ্রিল মাসের ঘটনা ঘটলেও দু’মাস বাদে পুলিশের কাছে তারা অভিযোগ দায়ের করেছে।আর তাতেই তৃণমূলের ২৭ জন কর্মীর নামে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে পুলিশ।”
আরও পড়ুনঃ দূর্নীতি-কাটমানির অভিযোগে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
ওই মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার থানা ঘেরাও করেন কয়েকশো তৃণমূল সমর্থক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584