নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
নির্বাচনের দিন ঘোষণার অব্যবহিত পরেই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে শুরু হয়ে গেল শাসক দলের ভোট প্রচার।সোমবার ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও লালগড় থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার মিছিল হয়েছে।ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী কে হবেন তা এখনো তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কমিটি ঘোষণা না করলেও দলীয় প্রতীক নিয়ে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন শাসক দলের কর্মী সমর্থকরা।সোমবার বেলপাহাড়ির বাঁশপাহাড়িতে এবং লালগড়ে ঝাড়গ্রামের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ সুকুমার হাঁসদা,উজ্জ্বল দত্ত এবং অন্যান্য নেতা কর্মীরা এলাকাবাসীদের নিয়ে মিছিল করে ভোট প্রচারের কাজ শুরু করেন।
আরও পড়ুনঃ সেনাদের ছবি ব্যবহার করে ভোট প্রচারে নিষেধাজ্ঞা, কড়া বার্তা নির্বাচন কমিশনের
মিছিল দুটি বাঁশপাহাড়ি, চাকাডোবা ও লালগড় বাজার পরিক্রমা করে। মিছিল থেকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584