নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে মালদহে তৃণমূলের বেশ কয়েকজনকে শো-কজ করল দল। শাসক দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পে কাটমানি নেওয়া, স্বজনপোষণের অভিযোগ পৌঁছেছিল সরাসরি রাজ্য নেতৃত্বের কাছে। এবার রাজ্য নেতৃত্বের নির্দেশে মালদহে তৃণমূলের কয়েক জন নেতাকে শো-কজ় করছে দল।

তৃণমুল সূত্রে জানা গিয়েছে, ওই তালিকায় কালিয়াচক ও গাজল ব্লকের একাধিক নেতার নাম রয়েছে। শো-কজের চিঠি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে অভিযুক্তদের কাছে। শো-কজ়ের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত নেতাদের জবাব দিতে বলা হবে। যদিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে নারাজ জেলা নেতৃত্ব।
রাজ্যের বিভিন্ন জেলার দলীয় সভাপতি ও জেলা কো-অর্ডিনেটরদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন রাজ্য নেতৃত্ব। সেই বৈঠকে রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, দুর্নীতির সঙ্গে আপস নয়। মানুষের পাশে না থেকে যাঁরা স্বজনপোষণে ব্যস্ত, তাঁদের পাশে নেই দল।
আরও পড়ুনঃ মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২.৫ মিলিয়ন
অনেকে বলছেন, আমপানের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ আসার পরেই নড়েচড়ে বসেছে দল। এই ধরনের ঘটনা যাতে আর না হয়, সেজন্য কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে দল। মালদহের তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নূরের কাছে দুর্নীতিগ্রস্ত নেতাদের নাম এসে পৌঁছলে তিনি শোকজের চিঠি পাঠান।
দলীয় সূত্রে খবর, ওই নেতাদের বিরুদ্ধে সরকারি প্রকল্পে কাটমানি নেওয়া ও স্বজনপোষণের অভিযোগ পেয়েছে রাজ্য নেতৃত্ব। তারপরেই এই পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম নুর কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘‘এটা দলের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বাইরে কিছু বলার নেই।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584