‘২০২১ সালে তৃণমূল ২২১ টি আসনে জয় লাভ করবে’,বীরভূমে বললেন মদন মিত্র

0
91

পিয়ালী দাস, বীরভূমঃ

তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গ্রাম থেকে সরকার চালাবে মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বীরভূমে এক হোটেলের উদ্বোধন করতে এসে এমনটাই দাবি করেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি বলেন, “সবে তো খেলা শুরু হয়েছে, নন্দীগ্রাম থেকে মমতা নির্বাচনে লড়াই করার ঘোষণার পর থেকেই বিজেপির তাবড় তাবড় নেতা নেত্রীরা চিন্তায় পড়ে গেছে। কে যেন বলেছিলো খেলা হবে রাজনীতির ময়দানে, নির্বাচনের সময় তাকে মনে হয় আর খেলার মাঠে পাওয়া যাবে না।

madan mitra | newsfront.co
মদন মিত্র। নিজস্ব চিত্র

যদি হিম্মত থাকে সেই খেলোয়াড়কে খেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি গোহারা না হারাতে পারি তবে রাজনীতি থেকে অবসর নিয়ে নেবো। হাত কেটে নেবো,গুলি করে দেবো,পুলিশ কে হুমকি, এগুলো করে বাংলার মন জয় করা যাবে না। হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট এখন ঘরে ঘরে। পশ্চিম মেদিনীপুরের শুভেন্দু অধিকারী মিটিং করেছে তিন হাজার লোক হয়নি। তৃণমূল কংগ্রেসের মিটিং হোলো, মানুষ বলছে ৫০ হাজার লোক হয়েছে।

আরও পড়ুনঃ শনিবার সর্বোচ্চ ছুঁলো পেট্রোল-ডিজেলের দাম

আইপিএলে চারজনের বেশী বিদেশি খেলোয়াড় নেওয়া যায় না। বিজেপিতে সবাই বাইরের খেলোয়াড়, তাও আাবার তৃণমূলের পচা কাদা, বাতিল খেলোয়াড়। রোজ বিজেপি বলছে, চিড় দেঙ্গে,ফার দেঙ্গে, ভোট মিটলেই বিজেপি বুঝতে পারবে এসব। রাম বিক্রি করে কোনো লাভ হোলো না। তাই বামের শরণাপন্ন হতে হচ্ছে। রাজনৈতিক আর্দশ থেকে সরে গিয়ে বামেদের সুনাম করতে হচ্ছে। কদিন আগে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেছে ২১ সালে বিজেপি সাফ হয়ে যাবে বাংলা থেকে। সত্যি টা মুখ দিয়ে ঠিক বেরিয়ে আসছে। বাংলার জনতা বিজেপির যাত্রাপালা ধরে ফেলেছে। তাই ২০২১ সালে তৃণমূল ২২১ টি আসনে জয় লাভ করবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here