হরষিত সিংহ, মালদাঃ-
গুলিবিদ্ধ হয়ে এক তৃণমূল কর্মীর খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় জোট কর্মীরা তাকে খুন করেছে বলে অভিযোগ পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের। শনিবার গভীর রাতে পুখুরিয়া থানার শ্রীপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে।
এদিন রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায়। রবিবার সকালে মৃত কর্মীকে দেখতে মর্গে ছুটে যান রাজ্যের মন্ত্রী শশি পাঁজা সহ মালদা জেলা তৃণমূলের নেতা কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত তৃণমূল কর্মীর নাম নয়ন মন্ডল(২০)। বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে। অভিযুক্ত আব্দুল কুদ্দুস, মাসুদ আলম, সাদেক আলী(কালু) সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় পুখুরিয়া থানায়।
অভিযুক্তরা সিপিএম এবং কংগ্রেসের জোট কর্মী হিসাবে পরিচিত। পুলিশ ঘটনার তদন্তে নেমে ৯ জনকে আটক করেছে। যদিও মূল অভিযুক্তরা পলাতক। জানা গিয়েছে নয়ন মন্ডল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সেরিনা বিবির হয়ে প্রচার করছিলেন । শনিবার সকালে তাকে হুমকি দেওয়া হয় তৃণমূল করার জন্য বলে অভিযোগ। শনিবার রাতে যখন তিনি মোটর বাইকে চেপে এক আত্মীয়ের থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় অভিযুক্তরা তার রাস্তা আটকায়। এরপরে গুলি করে খুন করে বলে অভিযোগ। মাথায় গুলির চিহ্ন রয়েছে। ঘটনাকে ঘিরে এদিন তীব্র আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিন মন্ত্রী শশি পাঁজা বলেন, ‘মালদায় সুন্দর ভাবে নির্বচনী প্রচার চলছে। সেখানে বিরোধী জোট কর্মীরা অশান্তির পরিবেশ সৃষ্টি করছে। গুলি করে আমাদের কর্মীকে খুন করা হচ্ছে। এই ঘটনা মর্মান্তিক । এটা কাম্য নয়। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ তদন্তে নেমেছে। আমরা পরিবারের পাশে আছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584