পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
হোটেল থেকে খেয়ে বাড়ি ফেরার পথে এক দুস্কৃতীর গুলিতে জখম এক যুবক।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।দুস্কৃতীদের গুলিতে আহত নিহাল দাস নামে ওই যুবককে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায়।এই ঘটনায় তাতন মিত্র সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের কাছ থেকে দুটি রিভালবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে রায়গঞ্জ শহরের সেবকপল্লীর বাসিন্দা নিহাল দাস শিলিগুড়ি মোড় এলাকার একটি হোটেল থেকে খাবার খেয়ে থেকে বের হচ্ছিলেন।সেই সময় তাতন মিত্র ও তার কিছু সঙ্গীর সাথে নিহালের গন্ডগোল হয়।সেসময় তাতন মিত্র নামে এক দুস্কৃতী নিহালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ।গুলি নিহালের পায়ে লাগে।গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেন।
খবর পেয়ে ঘটনায়স্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।এই ঘটনায় তাতন মিত্রসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নিহালের পরিবার।সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই রায়গঞ্জ থানার পুলিশ তাতন মিত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুনঃ সরকারি আবাসনে দুঃসাহসিক চুরি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584