নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
তৃণমূল কর্মী খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়লো বহরমপুর শহরে। মঙ্গলবার গভীর রাতে বহরমপুরের খাগড়া এলাকার ঘটনা। বাইকে করে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জানা গিয়েছে এদিন রাতে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জীর বাড়ি থেকে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন দলের সক্রিয় কর্মী চিরঞ্জত চক্রবর্তী নামে বছর বত্রিশের ওই যুবক। পথে খাগড়া এলাকার রেশম খাদি মোড়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সপরিবারে চিরঞ্জিত। ছবিঃ প্রতিবেদক
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর টাউন তৃণমূল সভাপতি নাড়ু গোপাল মুখার্জ্জীর ঘনিষ্ঠ ছিলো চিরঞ্জিত।
বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতির সাথে মিছিলে চিরঞ্জিত। ছবিঃ প্রতিবেদক
রাজনৈতিক কারণে বিপক্ষ দলের চক্রান্তে এই খুন বলে অভিযোগ জানান বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নাড়ুগোপাল মুখার্জী।
মিছিলে। ছবিঃ প্রতিবেদক
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। পুর নির্বাচনের মুখে তৃণমূলের সক্রিয় কর্মী খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাপা উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছে জেলার সমস্ত রাজনৈতিক মহলে।
নিথর দেহ। নিজস্ব চিত্র
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584