বিধায়কের অনুষ্ঠানে ডাক না পাওয়ায় বিক্ষোভ দলীয় কর্মী সমর্থকদের

0
81

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

রাজ্য অফিসে নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচিত জন প্রতিনিধিদের বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে না ডাকায় বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা।

protest | newsfront.co
দলীয় সভায় না ডাকায় রাস্তায় বিক্ষোভ কর্মী সমর্থকদের। নিজস্ব চিত্র

এদিনের এই বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকে ক্যানিং মহকুমা শহরে। অবরোধের জেরে ক্যানিং বারুইপুর রোড অবরুদ্ধ থাকায়, ক্যানিং থেকে চুনাখালি, গদখালী ও ঝড়খালির সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়।

অপরদিকে অবরোধকারীদের দাবী ছিল যে, বহিরাগত বিধায়ককে নির্বাচনী টিকিট দেওয়া যাবে না। শুধু তাই নয় এলাকার সমস্ত জন প্রতিনিধিদেরকে বিধায়কের এই অনুষ্ঠানে উপস্থিত করতে হবে। এই ঘটনায় প্রায় কয়েক ঘন্টা ধরে রাস্তা অবরুদ্ধ হওয়ার কারনে সমস্যায় পড়ে নিত্যযাত্রী থেকে সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকরা।

road block | newsfront.co
বিক্ষোভে অবরুদ্ধ রাস্তাঘাট। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিধায়ক কোটার টাকায় মেলা শববাহী গাড়ির হদিস করতে আরটিআই বিজেপির

দোলের ছুটির জন্য পর্যটকদের ভিড় বেড়েছে সুন্দরবনে। সে জন্য বেশ কিছু গাড়ি এদিন সকাল থেকে আটকে পড়ে ক্যানিং বাস স্ট্যাণ্ড এলাকায়। যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এদিন এই বিক্ষোভে নেতৃত্বে ছিলেন জেলা পরিষদের সদস্যরা।

পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যানিং 1 নম্বর ব্লকের চারজন প্রধান ও শতাধিক পঞ্চায়েত সদস্যরা। এ প্রসঙ্গে ক্যানিং মাতলা -১এর প্রধান হরেন ঘরুই বলেন, “বিধায়ক আমাদেরকে কোন অনুষ্ঠানে ডাকেন না। দলীয় নির্দেশ থাকা সত্ত্বেও আমাদেরকে না ডাকার জন্যই এই বিক্ষোভ কর্মসূচি।”

অন্যদিকে বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “যে সমস্ত দলীয় কর্মীরা পুরনো কর্মী বলে দলের মধ্যে পরিচিত তাদেরকে খুব শীঘ্রই উপস্থিত করা হবে অন্য আরেকটি অনুষ্ঠানে। সেই জন্য আমরা এই অনুষ্ঠানে তাদেরকে ডাকিনি”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here