নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
প্যাসেঞ্জার ট্রেন সহ অন্যান্য দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে মাদারিহাট স্টেশন মাস্টারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিআরএম কে স্মারকলিপি পাঠাল মাদারিহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস।
সোমবার প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করে তাদের বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপিটি স্টেশন মাস্টারের হাতে তুলে দেন।
এদিন তৃণমূলের অঞ্চল সভাপতি শৈবাল ভট্টাচার্য বলেন, “মাদারিহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্যাসেঞ্জার ট্রেন সহ দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে স্টেশন মাষ্টারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিআরএম কে স্মারকলিপি পাঠানো হল।”
আরও পড়ুনঃ নাম না করে ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের
তিনি বলেন,”মাদারিহাটে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান,পাশেই চা বাগান বেষ্টিত টোটো পাড়া। প্রতি বছর প্রচুর সংখ্যক পর্যটক মাদারিহাটে আসেন। এছাড়া প্রচুর যাত্রী দূর দূরান্তে যাতায়াত করেন। ভৌগোলিক দিক দিয়ে মাদারিহাটের গুরুত্ব অপরিসীম। তাই আমরা প্যাসেঞ্জার ট্রেন সহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, রাঁচী এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেন গুলির স্টপেজের দাবি জানাচ্ছি।”
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মাদারিহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রসেনজিৎ শৈব, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম শর্মা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584