নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কেন্দ্রীয় বাজেটে চা বলয় বঞ্চিত। এই বাজেট উত্তরবঙ্গের ছয় লক্ষ চা শ্রমিককে বঞ্চিত করেছে। এর প্রতিবাদে আন্দোলনে নামলো চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন।
বৃহস্পতিবার চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের পক্ষ থেকে কুমারগ্ৰাম থেকে ও এলেনবাড়ি থেকে একটি বাইক র্যালি শুরু হয়। এই দুটি বাইক র্যালি বীরপাড়াতে এসে জমায়েত হয়। বীরপাড়াতে একটি পথ সভাও করা হয়।
আরও পড়ুনঃ সেফটি ট্যাঙ্কের কাজ করতে গিয়ে মৃত ২, আহত ৩
এদিন উপস্থিত ছিলেন, চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের রাজ্য সভাপতি মোহন শর্মা, কালচিনি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রভাত মুখার্জি, শ্রমিক নেতা মান্নালাল জৈন, মাদারিহাট-বীরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব দত্ত সহ প্রমুখ।
আরও পড়ুনঃ শর্টসার্কিট থেকে আগুন কাঠের মিলে
এদিন পথ সভা থেকে বাজেটের খসড়া পুড়িয়ে প্রতিবাদ করা হয়। চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের রাজ্য সভাপতি মোহন শর্মা জানান, “যে বঞ্চনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চলবে আগামী ১৮ তারিখ তরাই ডুয়ার্সের সমস্ত চা বাগানে এক ঘণ্টা গেট মিটিং এ সামিল হবে শ্রমিকরা ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584