শুভেন্দু অধিকারী দলের সাময়িক ক্ষতি করছে, হলদিয়াতে এসে রাজ্য যুব নেতার মন্তব্য

0
164

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

শুভেন্দু অধিকারীর জল্পনার মাঝে শনিবার যুব তৃণমূল কংগ্রেসের ডাকে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়াতে কেন্দ্রীয় সরকারের দুর্নীতির প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা হয় হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে। এইদিন এক্সাইড মোড় থেকে মিছিল শুরু হয় মঞ্জুশ্রী মোড় পর্যন্ত। এই দিন এই মিছিলে কয়েক’শ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

tmc member | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

এদিন গোটা এলাকায় মিছিল পরিক্রমা করে অবশেষে পথসভার মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি। প্রতিবাদ সভা থেকে বিজেপি সরকারের দুর্নীতি সহ নানা অভিযোগ নিয়ে সোচ্চার হন তৃণমূল নেতৃত্বরা। সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি সুপ্রকাশ গিরি,পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সারথি মাইতি, হলদিয়ার যুব সভাপতি আজগর আলি, হলদিয়া টাউন ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেবপ্রসাদ মন্ডল সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর আশ্বাসে গলল বরফ পাঞ্জাবে রেল অবরোধ তুলে নিচ্ছেন বিক্ষুব্ধ কৃষকরা

tmc members protest | newsfront.co
মিছিল। নিজস্ব চিত্র

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, পাঁচ থেকে ছয় মাস ধরে দলীয় ব্যানার ছাড়া একাধিক কর্মসূচি করছে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে দলের সামরিক ক্ষতি হবে।

আরও পড়ুনঃ লোকাল ট্রেন চালানোর দাবিতে বীরভূমের একাধিক স্টেশনে স্মারকলিপি জমা কংগ্রেসের

member | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে সাটার ভেঙে চুরি ৩০ হাজার টাকার সামগ্রী

তবে সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে আছে তৃণমূলের সঙ্গে থাকবে। এক কথায় বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর এই জল্পনাকে ঘিরে তৃণমূল রাজ্য নেতৃত্ব কিছুটা অস্বস্তির মধ্যে থাকলেও এতে দলের কিছু ক্ষতি হবে না এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here