ঘাটাল কলেজে টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে আহত ৫

0
113

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Tmcp abvp collision at ghatal college | newsfront.coঘাটাল কলেজের গেটে এবিভিপির লাগানো ব্যানার ও পোস্টার বুধবার খুলে ছিঁড়ে ফেলে দেয় তৃণমূল ছাত্র পরিষদ বলে অভিযোগ।

Tmcp abvp collision at ghatal college | newsfront.coবৃহস্পতিবার ওই ঘটনার প্রতিবাদে কলেজের গেটের সামনে জড়ো হয় এবিভিপির নেতা কর্মীরা। অপরদিকে কলেজের গেটের উল্টো দিকে জমায়েত ছিলো তৃণমূল ছাত্রপরিষদেরও।এমতাবস্থায় ওই কলেজের তৃণমূল ছাত্রপরিষদের জিএস তথা ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের ছেলে অংশুমান দোলই বাইক নিয়ে গেটের সামনে এবিভিপির জটলার মধ্যে দাঁড়িয়ে পড়ে।

Tmcp abvp collision at ghatal college | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগ,সেসময় তার ওপর চড়াও হয়ে মারধর শুরু করে এবিভিপির ছেলেরা। উল্টোদিকে থাকা তৃণমূল ছাত্রপরিষদের ছেলেরা কলেজ থেকে লাঠিসোটা নিয়ে এরপর তান্ডব শুরু করে।সংঘর্ষে উভয়পক্ষের চার থেকে পাঁচজন আহত হয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি। এদের মধ্যে বিধায়ক পুত্রও রয়েছে। কলেজে পরীক্ষা চলাকালীনই চলে এই সংঘর্ষ, ভাঙচুর। ঘাটাল থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে পৌঁছলেও নীরব দর্শক হয়েই ছিল বলেই অভিযোগ।

আরও পড়ুনঃ বিজেপির অবরোধে নাজেহাল নিত্যযাত্রীরা

ঘটনায় একে অপরের বিরুদ্ধে দায় চাপিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here