নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ফি কমানোর দাবিতে শিলদা কলেজের সামনে আন্দোলন শুরু করলো টিএমসিপি। এদিন টিএমসিপির ঝাড়গ্রাম জেলা সাধারণ সম্পাদক অনুনয় ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের কর্মীরা কলেজের গেটের সামনে এই কর্মসূচি শুরু করে। প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তারা।
গত ১৪ সেপ্টেম্বর কলেজের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে পড়ুয়াদের ভর্তি শুরু হয়েছে। টিএমসিপির দাবি, করোনা পরিস্থিতির মধ্যেও ফি কমানো হয়নি। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, ফি বাড়ানো হয়নি। পড়ুয়াদের কয়েকজন ডেভেলপমেন্ট ও ইলেকট্রিক ফি দিতে চাইছে না।
আরও পড়ুনঃ খড়গপুর, মেদিনীপুর শহরে দুটি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য
কলেজের ৮০ শতাংশের বেশি পড়ুয়া ভর্তি হয়ে গিয়েছে। কিছু ছেলেমেয়ে জটিলতা তৈরি করছে। অনুনয় বলেন, “কোভিড পরিস্থিতিতে এত ফি দিয়ে ভর্তি হওয়া অসম্ভব। কলেজ কর্তৃপক্ষকে আগে আমরা জানিয়েছিলাম। কিন্তু ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন শুরু হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584