সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
প্রকৃতিক দুর্যোগে পিছু ছাড়ে না দক্ষিন চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাবাসির।একটা সময় দুর্যোগ দুর্ভোগে পড়তে হত গঙ্গাসাগর দ্বীপবাসির। তাদের দাবি দুর্গা আরাধনার পর থেকে অমঙ্গলের কালো মেঘ কেটে যায় দ্বীপবাসির কাছ থেকে।তারপর থেকে দুর্গার আরাধনা শুরু হয় শ্রীধাম,মহেন্দ্রগঞ্জ,রুদ্রনগর,কচুফেড়িয়াতে। আড়াই লক্ষ মানুষের বাস এই দ্বীপে।নয়টা গ্রাম পঞ্চায়েতে গঙ্গাসাগর দ্বীপে ২৪ টি। একটি ঘোড়ামারা দ্বীপে ।চাষ আবাদ মৎস শিকারে আজও দিন গুজরান দ্বীপবাসির। কপিল মুনির মন্দিরে গঙ্গাসাগর দ্বীপের আভিজাত্য থাকলেও ধূমধাম করে চলে উমা মায়ের আরাধনা। শহরের সঙ্গে পাল্লা দিয়ে হিম হৃরীকে চলে দ্বীপবাসির দূর্গা পূজা । গঙ্গাসাগর গ্রামপঞ্চায়েতের শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গা পূজা।
নবম দূর্গা তুলে ধরা হয়েছে।ব্রহ্মচারিণী ,কুসুমাতা,দেবিশৈল্য পুত্রী,দেবী চন্দ্রা ঘন্টা,দেবী কাত্তায়নি ,দেবী স্কন্দমাতা,দেবী মোহাগৌরি,দেবী সিদ্ধি যাত্রী,দেবী কাল রাত্রী । গঙ্গাসাগর শুরু এই দূর্গা উৎসব ঘিরে।বস্ত্র বিতরন ,থ্যালাসেমিয়া চিকিৎসা,ডেঙ্গু রোগ ও সেফ ড্রাইভ,সেভ লাইভ সচেতনতা।সন্ধি পুজার রীতি আছে এই পূজাতে।ব্রতীদের ভোগ বিতরন হয় শ্রীধামে।
অন্যদিকে ধসপারা সুমতি নগর এক গ্রাম পঞ্চায়েত।মহেন্দ্রগঞ্জ দঃপল্লি সার্বজনিন দূর্গা পুজা কমিটি এবারে দশ বছরে পর্দাপন। হোগলার উপর কারুকার্য মন্ডপ।৬০ ফুট উচ্চতা মন্ডপ। সাবেকি অানা রূপ পেয়েছে প্রতিমা।অাদ্য শক্তির রুপ নিয়ে দর্শনার্থিদের সামনে তুলে ধরা হয়েছে।চাষ আবাদ জীবিকাই গ্রাম্য চাঁদায় হয় মায়ের আরাধনা।সংস্কৃতিক মূলক অনুষ্ঠান হয় এই পুজা ঘিরে।
রুদ্রনগর প্রগতি সংঘের পূজা এবারের থিম মন্দির।সাবেকিয়ানায় প্রতিমা করা হয়েছে এই মন্ডপে।এলাকার বিধায়ক বঙ্কিম হাজরার উদ্দীপনায় এই দূর্গাপূজা।সেফ ড্রাইভ সেভ লাইভের মতো সচেতনতা করা হয়েছে দর্শনার্থিদের উদ্দেশ্যে ।কলকাতার থিম পূজার স্বাদ ঘোলে মেটাতে থিম হৃরীক দক্ষিন সুন্দরবনের গঙ্গাসাগরদ্বীপে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584