নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সরাসরি নথিভূক্ত করার জন্য চালু হলো টোল ফ্রি নম্বর। শুক্রবার মুর্শিদাবাদ জেলা পরিষদ ভবনে সভাধিপতি মোশারফ হোসেন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে যদি কেউ কোনরূপ টাকা পয়সার আবদার করে তাহলে সরাসরি আপনারা ৭৭৯৭৮৪৭৭১৭ এই নম্বরে অভিযোগ নথিভূক্ত করবেন।

অভিযোগের ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই জেলায় ১১৫৩৪৪ জন উপভোক্তা বাংলা আবাস যোজনার ঘর পাবেন।
কোনো নেতা বা কেও যেনো কোনো ভাবে টাকা না পাই সেই জন্য এই উদ্যোগ।
আরও পড়ুনঃ ভগবানগোলায় রক্তদান শিবিরে উপস্থিত মুর্শিদাবাদ সাংসদ
বাংলায় সব থেকে বেশি বাংলা আবাস যোজনা টার্গেট আছে আর সেটা স্বচ্ছ ভাবে করতে হবে বলেই মন্তব্য করেন সভাধিপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584