নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
কারণ ‘করোনা’। এই জ্বরেই ভুগছে রাজ্য তথা দেশ ছাড়িয়ে দেশান্তর। যার জেরে স্তব্ধ জনজীবন। বন্ধ হল টলিপাড়ার শুটিং। ১৮ থেকে ৩০ মার্চ বন্ধ থাকবে শুটিং। মন্ত্রী অরূপ বিশ্বাস, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, আর্টিস্ট ফোরাম, চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রোডিউসার্স গিল্ডের মিলিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
ফের ৩০ শে মার্চ মিটিং ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেদিন সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে আবার শুরু হবে শুটিং।
পশ্চিমবঙ্গে এখনও আক্রান্তের খবর না পাওয়া গেলেও যেহেতু ওড়িশা অবধি রোগ পৌঁছে গিয়েছে তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে বন্ধ ঊরুস মোবারক মেলা
মুম্বইতে আগেই ঘোষণা করা হয় ৩১ মার্চ অবধি শুটিং বন্ধ রাখার কথা। বাদ পড়ল না টলিউডও।
এই মুহূর্তে যারা শুটিং-এর কাজে শহরের কিংবা দেশের বাইরে আছে তাদের সকলকে অতি স্বত্বর পশ্চিমবঙ্গে ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মিটিং-এ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584