কাশ্মীর সংঘর্ষ: নিহত ৩ জওয়ান, পাল্টা আক্রমণে খতম লস্কর কমান্ডার সহ ৩ জঙ্গি

0
53

আজহার হুসেইন, কাশ্মীর:

নিজস্ব চিত্র

সোমবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ক্রেরি এলাকায় জঙ্গী-সুরক্ষা বাহিনী সংঘর্ষে লস্কর এ তইবা কমান্ডার সাজ্জাদ হোসেন সহ মোট ৩ জঙ্গির মৃত্যু হয়েছে।

জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অব পুলিশ দিলবাগ সিং জানান অপর ২ নিহত জঙ্গিরা হল আয়াতুল্লাহ মীর ও পাকিস্তান থেকে আসা লস্কর কমান্ডার উসমান। তিনি বলেন সাজ্জাদের মৃত্যু ‘একটা বিশাল সফলতা’। তিনি জানান যে সাজ্জাদ মৃত রিয়াজ নায়কুর ন্যায় যুবকদের বিপথে চালিত করত। তিনি আরও জানান যে তৃতীয় নিহত জঙ্গি হল পাকিস্তান থেকে আগত লস্কর কমান্ডার উসমান।

আজকের ঘটনার ক্রম সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে ডিজিপি জানান যে সোমবার সকালে যৌথ বাহিনীর পেট্রোলিং ও নাকা চেকিংয়ের সময় জঙ্গিরা হঠাৎ আক্রমণ করলে ২ সিআরপিএফ জওয়ান ও ১ এসপিওর মৃত্যু হয়।

আরও পড়ুন:বেসরকারি স্কুলের ফি খতিয়ে দেখতে কমিশন গঠন

পরে যৌথবাহিনী ও স্পেশাল অপারেশন গ্রুপ জবাবী আক্রমণ শুরু করে। ডিজিপি জানান যে এখনও অপারেশন চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here