দাড়িভিট হাইস্কুলের সামনে পোস্টার ছেঁড়া নিয়ে শুরু চাপান্তর

0
89

নিজস্ব সংবাদদাতা,ইসলামপুরঃ
কোর্টের নির্দেশ অনুযায়ী দাড়িভিট হাই স্কুলের সামনে লাগানো পোস্টার বিদ্যালয় কর্তৃপক্ষ ছিঁড়ে ফেলতে গেলে তা নিয়ে আপত্তি জানায় মৃত দুই পড়ুয়ার পরিবারের সদস্যরা।

darivit case 3
নিজস্ব চিত্র

দুই পড়ুয়ার মৃত্যুর পর হাই স্কুলের গেটের সামনে সিবিআই তদন্তের দাবি জানিয়ে তারা পোস্টার লাগায় এবং পাশেই অবস্থান বিক্ষোভে বসে ।

darivit case
নিজস্ব চিত্র

সম্প্রতি হাই কোর্ট সেই পোষ্টার ছিঁড়ে ফেলার নির্দেশ দেয়। সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে সফল হননি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মন্ডল তিনি জানান, এদিন তা খুলে ফেলতে গেলে তাকে বাধা দেওয়া হয়।

Anil sarkar
দাড়িভিট হাই স্কুলের শিক্ষক অনিল মন্ডল। নিজস্ব চিত্র

বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।পাশাপাশি মৃত পড়ুয়া রাজেশ সরকারের বাবা নীল কমল সরকার জানান, আগে এখানে মহকুমা শাসক আসবেন, তারপর খোলা হবে কিনা সে বিষয়ে তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।কারণ তিনি এর আগে এসে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আদৌ পালন হয়নি।

nil kamal sarkar
মৃত ছাত্রের পিতা নীল কমল সরকার। নিজস্ব চিত্র

তাই তার উপস্থিতি প্রয়োজন।যদিও আবার তারাই জানিয়েছেন, যদি হাইকোর্টের নির্দেশ থেকেই থাকে তবে তা অমান্য করা ঠিক হবে না।এই অবস্থা কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দাড়িভিটে।

আরও পড়ুনঃ রামপুরহাটের কুসুম্বা গ্রামে এসবিআই শাখায় দুঃসাহসিক ডাকাতি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here