নিকাশি নালা থেকে উদ্ধার পূর্ণ বয়স্ক ‘মোহন’

0
34

মনিরুল হক,কোচবিহারঃ

রাজার শহর কোচবিহারের জল নিকাশি নালা থেকে উদ্ধার হল একটি পূর্ণ বয়স্ক কচ্ছপ।

বুধবার রাতে কোচবিহার শহরের ৭ নং ওয়ার্ডে অবস্থিত রাজমাতা দিঘী সংলগ্ন ড্রেন থেকে ওই কচ্ছপটি উদ্ধার হয়।

tortoises rescued from drainage Canal
নিজস্ব চিত্র

জানা গিয়েছে,বুধবার একটি নিকাশি নালার মধ্যে ওই কচ্ছপটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলার রঞ্জন ভট্টাচার্জী। তাঁর উদ্যোগে ওই কচ্ছপটিকে ড্রেন থেকে তুলে নিয়ে গিয়ে রাজমাতা দীঘিতে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত,কচ্ছপ নিয়ে কোচবিহারের মানুষের মধ্যে আবেগ রয়েছে।কচ্ছপ এখানে ‘মোহন’ নামে পরিচিত। কোচবিহার ২ নং ব্লকের বানেশ্বরে দেবোত্তর ট্রাষ্ট বোর্ড পরিচালিত শিব মন্দির সংলগ্ন দীঘিতে সংরক্ষিত আছে মোহন।বহু ভক্ত প্রাণ মানুষ মোহনকে দেখতে আসে দূর দূরান্ত থেকে।মোহনকে এই এলাকায় বিশেষ মর্যাদার দেওয়া হয়ে থাকে।

সপ্তদশ লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে ম্যাসকট করা হয়েছিল এই মোহনকে। মোহনের সাথে জড়িয়ে আছে কোচবিহারের পর্যটনও।শিশু কিশোররা এই মোহনকে দেখতে পেয়ে খুব খুশি হয়। হঠাৎ করেই শহরের একটি দিঘিতে এই প্রাণীকে দেখতে পেয়ে বেজায় খুশি এলাকাবাসিরা।স্থানীয় কাউন্সিলর রঞ্জন চক্রবর্তী বলেন কোচবিহার মানুষের প্রানের প্রিয় এই মোহন।

আরও পড়ুনঃ গরু চুরির প্রতিবাদে পথ অবরোধ

রাজমাতা বহু পুরনো দিঘীর সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। আমরা তাই দাবি করছি,ঐতিহ্যের শহরে প্রাচীন ঐ দিঘিকে সংরক্ষন করা হোক। হয়তো আরও মোহনের অবস্থান এইখানে খুঁজে পাওয়া যাবে।উদ্ধার হওয়া কচ্ছপটিকে ফের ঐ দিঘিতে ছেড়ে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here