নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম মানেই বেড়ানো।শাল জঙ্গলের প্রানভরা নি:শ্বাসের সঙ্গে লাল মাটির ছোঁয়া।সব মিলিয়ে যেন শাল জঙ্গলে হারিয়ে যাওয়া।ঝাড়গ্রামকে পর্যটনের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে খুব উত্সাহী। নজর দিয়েছেন এলাকার পর্যটন শিল্পের উন্নয়নে।
জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামকে কেন্দ্র করে ট্যুরিজম সার্কিট গড়ার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই মতো জেলার পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজতে চায় পর্যটন দফতর।কাজ শুরুর আগে রবিবার থেকে ঝাড়গ্রামের পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শন শুরু করেছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।সোমবার গৌতম দেব যান ঝাড়গ্রাম থেকে ৩৫ কিলোমিটার দূরে বেলপাহাড়ি।ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র।দলমা পাহাড়ের নীচে এর অরণ্য যেন সৌন্দর্যের আঁতুড়ঘর। শাল, মহুয়া, পিয়াল, সোনাঝুরি, শিরিষ, ইউক্যালিপটাস, সবই মিলবে বেলপাহাড়ির জঙ্গলে।ঘুরে দেখেন কাঁকড়াঝোড়, ময়ূরঝড়না,খাঁদারানী, গাডড়াসীনি পাহাড় সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলি।ডিএমকে বলেন পর্যটনমন্ত্রী এই এলাকায় পর্যটকদের জন্য পাহাড়ের আদলে বন দফতরের মাধ্যমে কাঁকড়াঝরে ১০-১২ টি কটেজ বানানো হবে। পরিবহন দফতরের শুভেন্দুর সঙ্গে কথা বলে বাস ছোট গাড়ি বাড়াতে হবে যাতে পর্যটকদের অসুবিধা না হয়।জেলায় স্ব সহায়ক দলকে কাজে লাগিয়ে উন্নয়ন করতে হবে। উত্তরবঙ্গের সঙ্গে খুব মিল আছে এ জেলার।
একশো দিনের কাজে শুধু মাটি কাটা নয় বাগান, হ্যাচারি,ল্যাম্পস এর মাধ্যমে কর্মসংস্থান করা হবে ,এছাড়া আদিবাসী যুবকদের গাইডের ব্যাবস্থাও করা হবে।
আরও পড়ুনঃ শিকাগো বক্তৃতা স্মরণে রাঙামাটি হাইস্কুলের বিতর্ক সভা সেমিনার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584