জঙ্গলমহলে পর্যটন মন্ত্রী,পরিদর্শন করলেন পুজো দিলেন

0
63

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

এককথায় পর্যটনের তীর্থ ভূমি হল জঙ্গল মহল।পাহাড়,নদী, খাল, শাল-মহুলের হাতছানি জঙ্গল মহলকে আরও সুন্দরী করে তুলেছে। সেই সুন্দরের মাঝখানে উঁকি দেয় কংসাবতি, সুবর্ণরেখা, ডুলুং নদী। বাংলা।বাদ বাংলা এমনকি বিদেশিরাও ভিড় জমান জঙ্গল মহলের সৌন্দর্য উপভোগ করতে। রবিবারই ঝাড়গ্রামে অসেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।ঘুরে দেখেন জঙ্গল মহলের অপরুপ সৌন্দর্য্য।

পরিদর্শন।নিজস্ব চিত্র

ঘুরে দেখেন ঝাড়গ্রামের চিল্কীগড় ,চিল্কিগড়ে ঘন জঙ্গলের মাঝে ঐতিহ্য প্রাচীন কনকদুর্গার মন্দির।পাশেই বইছে ডুলুং নদী।সবই ঘুরে দেখলেন তিনি।ঐতিহ্য প্রাচীন কনকদুর্গার মন্দিরে পুজোও দিলেন মন্ত্রী,মন্ত্রী গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা শাষক আযেষা রানী,ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর,সহ বিভিন্ন আধিকারীকরা। প্রশাসন সূত্রে খবর, পর্যটন মন্ত্রী কাঁকড়াঝোর-সহ জেলার বিভিন্ন পর্যটন স্থলগুলি পরিদর্শন করবেন।ওই সব জায়গায় বিশেষ ভাবে পর্যটন পরিকাঠামো গড়ে তোলার ভাবনাচিন্তা হচ্ছে।

ডুলুং নদী তীরে।নিজস্ব চিত্র

বিশেষত,ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষা কাঁকড়াঝোরে পর্যটকদের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ার পাশাপাশি, স্থানীয় আদিবাসী-মূলবাসীদের পর্যটন-নির্ভর জীবিকার ব্যবস্থা করার জন্য উদ্যোগী হচ্ছে প্রশাসন।

আরও পড়ুনঃ ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কোচবিহারে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here