ট্রেড লাইসেন্স এবার মিলবে অনলাইনেই! করোনা পরিস্থিতিতে ঘোষণা পুরসভার

0
53

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা আবহে প্রথম দিকে আটকে গেলেও যে কোনও প্রকারে আয় বাড়ানোর পথ খুঁজছে কলকাতা পুরসভাও। তাই সিদ্ধান্ত হয়েছে, ট্রেড লাইসেন্সও এবার অনলাইনে দেবে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভায় এক উচ্চ পর্যায়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।

KMC | newsfront.co
ফাইল চিত্র

প্রসঙ্গত, সমস্ত সরকারি কাজকর্ম অনলাইনে করার ব্যাপারে জোর দিচ্ছে রাজ্য সরকার। আর এবার এই ব্যাপারে তৎপর পুরসভাও। জানানো হয়েছে, ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে অনলাইনেই।

অনলাইনে লাইসেন্স প্রক্রিয়া পরিচালনার জন্য ইতিমধ্যেই এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন বিভাগীয় ইন্সপেক্টররা। আসলেই কাদের লাইসেন্সের প্রয়োজন আর কাদের প্রয়োজন নেই তা পর্যালোচনা করবে এই কমিটি। আবেদন মঞ্জুর হলে গ্রাহকরা অনলাইনেই পেয়ে যাবেন লাইসেন্স।

আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টাতেই জমি-বাড়ির ই-রেজিস্ট্রি, আয় বাড়াতে নয়া নীতি নবান্নের

কলকাতা পুরসভা সূত্রে খবর, লাইসেন্সের জন্য আগে আবেদন করেছিলেন এমন অনেকেরই এখন আর ব্যবসার সাথে যুক্ত নেই। এই সমস্ত গ্রাহকদের নাম বাদ দেওয়া হবে। বর্তমানে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায় সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এতে অনলাইনে সমস্ত তথ্য যাচাই করে নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুনঃ চিড়িয়াখানার ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুজনের, তদন্ত কমিটি গড়লেন বনমন্ত্রী

পুরসভার তরফে জানা গিয়েছে, অনলাইনে নতুন যে ট্রেড লাইসেন্স দেওয়া হবে তার বৈধতা আগামী ১৫ বছরের। নির্দিষ্ট সময়ের পরে গ্রাহকদের ফের রিনু করাতে হবে লাইসেন্স। এই নতুন প্রক্রিয়া প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেকেই এখন পুরসভার সদর দফতরে এসে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারছেন না। এই অসুবিধার কথা মাথায় রেখেই অনলাইনে ট্রেড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here