মির রাকেশ,মুর্শিদাবাদ:মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও জনবিরোধী নীতির প্রতিবাদে কেন্দ্রীয় বামপন্থী শ্রমি সংগঠনের আইন অমান্য ও জেল ভরো কর্মসূচী গ্রহন করা হল।এই কর্মসূচীতে নূন্যতম আঠারো হাজার টাকা বেতন,সম কাজে সম বেতন,প্রকল্প শ্রমিকদের স্থায়ী করণ সহ মোট আঠারোটি দাবি রাখা হয়।মিছিল
সি আই টি ইউ মুর্শিদাবাদ জেলা কেন্দ্র থেকে শুরু হয়ে বহরমপুর রানীবাগান মোড়, গির্জার মোড় হয়ে টেক্সটাইল মোড় -জেলা প্রশাসনিক ভবন।
বক্তব্য রাখেন সি আই টি ইউ রাজ্য সহ সভাপতি তুষার দে, সি আই টি ইউ মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারন সম্পাদক মহম্মদ নিজামুদ্দিন, টি ইউ সি সির বিভাস চক্রবর্তী, এ আই টি ইউ সির আসাদ জামিল কাদেরী।
ছিলেন মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের চেয়ারম্যান মৃগাঙ্ক ভট্টাচার্য, সি আই টি ইউ জেলা সভাপতি জ্যোতিরুপ ব্যানার্জি সহ বিভিন্ন শ্রমিক সংগঠন এবং ফেডারেশনের জেলা নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584