কেন্দ্রের বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে ভারত বনধ

0
97

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

শুধু কৃষি বিল নয়, এবার সরকারের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে ভারত বন্ধের ডাক সব শ্রমিক সংগঠনের।কৃষি বিলের প্রতিবাদে ভারত বন্ধের ডাক দিয়েছিল দেশের অধিকাংশ কৃষক সংগঠন, এবার সরকারের তীব্র বেসরকারিকরণ নীতির প্রতিবাদে ২৬ নভেম্বর ভারত বনধের ডাক ডান-বাম শ্রমিক সংগঠনগুলির।

Strike | newsfront.co
প্রতীকী চিত্র

সরকারের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। দিল্লিতে সংগঠনগুলির জাতীয় কনভেনশনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ভারত বন্ধের। কোভিড পরিস্থিতির মোকাবিলায় সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তের প্রতিবাদও জানানো হয় ওই কনভেনশনে।

আয়কর আওতার বাইরে থাকা পরিবার প্রতি মাসে ৭,৫০০টাকা ও মাথাপিছু ১০ কেজি খাদ্যশস্য দেওয়ার দাবি, রেগা প্রকল্পে ২০০ দিনের কাজ-সহ ৫ টি দাবি তুলে ধরা হয়েছে ওই কনভেনশনে।

আরও পড়ুনঃ আজ ফের হাথরাসে যাচ্ছেন রাহুল গান্ধী

ধর্মঘটে অংশ নিচ্ছে আইএনটিইউসি (INTUC), সিআইটিইউ(CITU), এআইটিইউসি(AITUC), সেবা (SEBA), এইচএমএস (HMS), টিইউসিসি (TUCC), ইউটিইউসি (UTUC), এআইসিসিটিইউ (AICCTU), এলপিএফ (LPF) কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি।

আরও পড়ুনঃ যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই যাত্রীবাহী ট্রেন চালানো হবে, জানাল রেল

শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, জাতীয় সম্পত্তি বেসরকারিকরণের যে লক্ষ্য নিয়েছে বিজেপি সরকার, তার ফলে কয়েক লক্ষ শ্রমিক ও সকল সাধারণ মানুষের জীবনে আসতে চলেছে বিপুল অনিশ্চয়তা। সরকারের এইসব হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে অচল করা হবে দেশ, রাস্তায় নামবে সব শ্রমিক সংগঠন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here