নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
পুজোর সাজে মেতে উঠছে বাঁকুড়া পাত্রসায়ের থানার হদল নারায়ণপুর অঞ্চলের রামপুর গ্রামের বড় মন্ডল পরিবারের দূর্গা পুজো। রাম পুর বড় বাড়ির ৩০০ বছরের প্রাচীন এই দুর্গা পুজো। নীল আকাশে পেজা তুলোর মতো সাদা মেঘ, ভোরের বেলা শিউলী গন্ধ বয়ে আনে হিমেল হওয়া, প্রকৃতিকে সাজিয়ে তোলে সাদা কাশ ফুলে। প্রকৃতির এই সুন্দর রূপ বলে দেয় মা উমা আসছে..
আর মাত্র হাতে গোনা কয়েক টা দিন পরে তার পরে পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা।আজ থেকে ৩০০ বছর আগে নিয়মনীতি মেনে শুরু হয়েছিল রাম পুর রাজ বাড়ির এই দূর্গা পূজা। পূর্ব পুরুষদের রীতিনীতি মেনে আজও সাড়ম্বরে পালিত হয় দেবী দুর্গার পূজো। বড় মন্ডল পরিবারের সদস্য বাপ্পাদিত্য মন্ডল জানান মহালয়া দিন থেকে নহবত বসে রাজ বাড়ির নাট মন্দিরে।তাছাড়া পুজোর কটা দিন ধরে চলে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পুজোর বিশেষ আকর্ষণ হলো চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ আর বেলজিয়ামের ঝাড়বাতি। এই পুজো বড় মন্ডল পরিবারের পুজো হলেও এখানে পুজো দেখতে ভিড় জমায় কাছের গ্রামের লোকজন সহ দূর জেলার গোটা অঞ্চলের সাধারণ মানুষ ।
আরও পড়ুনঃ চারশো বছরের প্রাচীন দুর্গাপুজোকে ঘিরে নানা লোককাহিনী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584