খণ্ডঘোষ গ্রামের ঐতিহ্যবাহী রক্ষাকালী পূজা

0
534

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

Traditional Kali puja at khandaghosh village
নিজস্ব চিত্র

প্রতি বছরের ন্যায় এবারও পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ গ্ৰামে ঐতিহ্যবাহী রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হলো বুধবার। মহামারীর হাত থেকে রক্ষা পেতে মানুষ এই রক্ষাকালী পূজা করে থাকেন।জাতপাতের ভেদাভেদ ভুলে খণ্ডঘোষের ঐতিহ্যবাহী রক্ষাকালী পূজোয় মেতে উঠলেন বাসিন্দারা।এই খণ্ডঘোষ গ্ৰামে মূর্তিতে রক্ষাকালী পূজা হয়।প্রায় পাঁচশত বছরের প্রাচীন এই পূজা।

Traditional Kali puja at khandaghosh village
রক্ষাকালী প্রতিমা। নিজস্ব চিত্র

মনস্কামনা পূরণের জন্য বর্ধমান জেলা ছাড়াও অন্য রাজ্যে থেকে ভক্তরা খণ্ডঘোষ গ্ৰামে আসেন।এখানে ছাগ বলি প্রথা বর্তমান রয়েছে।প্রথা অনুযায়ী সকালে ঠাকুর তৈরি করে পূজা অর্চনা করে,আবার সূর্যাস্তের আগে বিসর্জন দেওয়া হয়।পূজা উপলক্ষ্যে গ্ৰামে বসে বিশাল মেলা।

আরও পড়ুনঃ খণ্ডঘোষে গড়ে উঠছে কর্মতীর্থ

Traditional Kali puja at khandaghosh village
মেলা উপলক্ষ্যে গ্রামের মেলা। নিজস্ব চিত্র

এই সময় বাড়িতে আত্মীয় স্বজনের আগমন ঘটে গ্রামের প্রতি বাড়িতে।তবে সন্ধ্যার আগেই সব কিছু শেষ হয়।এই পূজা উপলক্ষ্যে ভক্তদের সুবিধা দেওয়ার জন্য জলছত্র শিবিরের আয়োজন করছে খণ্ডঘোষ ব্লক তৃনমূল যুব কংগ্রেস।

Traditional Kali puja at khandaghosh village
নিজস্ব চিত্র

এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধারা সহ ব্লকের যুব নেতা নেত্রীগণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here