নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
আর মাত্র ছয় দিন বাকি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রাচীন বোল্লা কালীমাতার পুজোর। প্রতিবছর রাসপূর্ণিমার পরের শুক্রবার অনুষ্ঠিত হয় এই পুজো। এই বছর ৪ ডিসেম্বর বালুরঘাট থানার বোল্লা গ্রামে অনুষ্ঠিত হবে বোল্লা মা কালীর বাৎসরিক পুজো। এই পুজোকে ঘিরে চলে চারদিনের মেলা।
কিন্তু করোনা অতিমারির কারণে উচ্চ আদালতের নির্দেশে এবার এই পুজো অনুষ্ঠিত হলেও প্রশাসনিক নির্দেশে হচ্ছে না মেলা। পাশাপাশি ভক্তসমাগম এবং মায়ের নিকট মানত করে মুর্গি ও ছাগ বলিতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুনঃ ২ ডিসেম্বর থেকে চালু হচ্ছে নন সাবার্বান ট্রেন
প্রশাসনিক নির্দেশ কার্যকরি করতে আয়োজনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্তের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক পুলিশের আধিকারিকের দল বোল্লা মন্দির চত্বর এলাকা পরিদর্শন করেন।
পাশাপাশি পুলিশ কর্তারা বোল্লা পুজো কমিটির সাথে এবারে কোভিড পরিস্থিতিতে উচ্চ আদালত ও প্রশাসন দ্বারা প্রচারিত নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার ব্যাপারে পুজো কমিটিকে বারংবার তা মনে করিয়ে দেন।
আরও পড়ুনঃ ভগবানগোলায় ক্রিকেট ম্যাচে বিদায় সংবর্ধনা পুলিশ আধিকারিককে
যদিও জানা গেছে পুজো কমিটির পক্ষ থেকে মেলা বন্ধ রাখার ব্যাপার টি মেনে নেওয়া হলেও অসংখ্য ভক্তজন ও পূণ্যার্থীর কথা মাথায় রেখে তাদের কোভিড প্রটোকল মেনে মা বোল্লা কালী মাতার দর্শন করবার ব্যাপারে পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিকট আবেদন জানানো হলেও, পুলিশ সুপার তৎক্ষনাৎ তা নাকচ করে দেন। পাশাপাশি মায়ের পুজো দেখাবার জন্য বেশ কিছু জায়গায় জায়েন্ট স্ক্রিন বসানোর ব্যাপারে আবেদন জানানো হলেও তা নাকচ করে দেওয়া হয় বলে সূত্র মারফত জানা গেছে।
আরও পড়ুনঃ বিশেষ মর্যাদা হারানো পর কাশ্মীরে প্রথম ভোট গ্রহণ আজ
যদিও জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত মন্দির প্রাঙ্গণ ও মেলার স্থল সরজমিনে পরিদর্শন ও পুজো কমিটির সাথে বৈঠকের পর জানান উচ্চ আদালত ও প্রশাসনিক নির্দেশ মোতাবেক কোভিড পরিস্থিতিতে এবারের মা বোল্লা কালীমাতার পুজো শুধু মাত্র পুজো কমিটির দ্বারা অনুষ্ঠিত হবে। পুজো কমিটির লোক ছাড়া অন্য কারো পুজোর সময় মন্দিরে প্রবেশ নিষেধ। কোন ভক্তজনের ভোগ নেওয়া বারণ করা হয়েছে। এছাড়াও পুজোকে ঘিরে চার দিন যে এই চত্বরে মেলা হয়ে থাকে এবার তা পুরোপুরি বন্ধ থাকবে। আজ পুজো কমিটির সাথে বৈঠকেও এ ব্যাপারে কমিটিকে সতর্ক করা হয়েছে তাদের।
অপরদিকে পুজো কমিটির তরফে সঞ্জয় সরকার জানান কোভিড পরিস্থিতিতে সব কিছু মেনে পুজো তারা করলেও শুধু মাত্র পূর্ণ্যার্থীদের মায়ের দর্শনের জন্য বলা হলেও পুলিশ প্রশাসনের তরফে তা নাকচ করা হয়েছে। এমনকি জায়েন্ট স্ক্রিনে পুজো দেখাবার ব্যাপারে আবেদন জানানো হলেও সেই আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। তিনি জানান সব কিছু ঠিক থাকলে আগামী বছর আবার যাতে শান্তিতে ও নির্বিঘ্নে ভক্তসমাগমে মায়ের পুজো অনুষ্ঠিত হয়। আমরা শুধু এই কামনা করি মায়ের কাছে, বলে সঞ্জয় বাবু জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584